আমার চাওয়া শুধু অল্প
- *আমার চাওয়া শুধু অল্প*
আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে প্রেমও
করতে হবে না. কিংবা বিকেল বেলা
আমার ফেরার প্রতীক্ষা করতে হবে না।
আমার ফেরার প্রতীক্ষা করতে হবে না।
এত অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন তোমার কবরীতে
মোগ্রা ফুল গুঁজে দিয়ে এক বার “ভালবাসি” বলব
মোগ্রা ফুল গুঁজে দিয়ে এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে
একটুখানি আদর মাখা
গলায় বলবে “পাগল”।
তাতেই আমি ধন্য হয়ে যাবো।
একটুখানি আদর মাখা
গলায় বলবে “পাগল”।
তাতেই আমি ধন্য হয়ে যাবো।
Comments
Post a Comment